সাতক্ষীরার তালায় সাপের কামড়ে যুবকের মৃত্যু
আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টার
সাতক্ষীরার তালায় উপজেলায় সাপের কামড়ে রাম প্রসাদ হরি (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (৬আগষ্ট) ভোর রাতে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রাম প্রসাদ উপজেলার গোপালপুর গ্রামের নিমাই হরির ছেলে। স্থানীয়রা জানায়, রাতে ঘরে শুয়ে থাকা অবস্থায় তাকে একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়।
পরে টের পেয়ে বাড়িতে চিকিৎসা চালাতে থাকে তার পরিবারের লোকজন। ওই সময় তার অবস্থার অবনতি হলে তাকে তালা সদর হাসাপাতালে নিয়ে যাওয়া হয়, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী রেজাউল করিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply