মোঃ রিয়াজুল ইসলাম (আলম) সাতক্ষীরা দেবহাটা প্রতিনিধিঃ
দেবহাটা উপজেলা ভূমি ও গৃহ হীন মুক্ত এলাকার স্বীকৃতি পেতে যাচ্ছে। ৯ আগস্ট ভিডিও কনফারেসিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ন্যায় দেবহাটা উপজেলায় পাঁচ ইউনিয়নের ১৬২ জনকে ঘর দুই শতাংশ জায়গাসহ ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে উপহার হিসেবে বিতরণ করেন, বুধবার বেলা ১০-৩০মিঃ উপজেলা সভাকক্ষে চতুর্থ পর্যায়ে (২য় ধাপ) ঘর ও ভূমি হস্তান্তর কার্যক্রম নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান,উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমানের সভাপতিত্বে উক্ত ঘোষণা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত দিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)রিফাতুল ইসলাম , দেবহাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, বাবুল আক্তার।
প্রকৌশলী শোভন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান। কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সকল প্রকার কর্মকর্তা গন।
প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে, সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবির বলছেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নির্বাচনী ইশতেহার, অনুযায়ী ভূমিহীনমুক্ত হলেও এ প্রক্রিয়া চলমান থাকবে। যদি প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে কোনো ভূমিহীন পাওয়া যায়, দ্রুত তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। তিনি আরো বলেন, যোগ্য পিতার সুযোগ্য সন্তান বলে আজ সব ই সম্ভব ।
Leave a Reply