পায়ুপথে ছয়টি সোনার বার রেখে ভারতে পাচারকালে শুভংকর পাল নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে শুল্ক ও গোয়েন্দা শাখার কর্মকর্তারা। শুক্রবার সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টের পার্শ্ববর্তী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত শুভঙ্কর পাল (২২) নড়াইল জেলার কালিয়া উপজেলার মাউলি গ্রামের বিকাশ পালের ছেলে। তার পাসপোর্ট নং ইড০২১৬৭৮৩। ভোমরা বন্দরের শুল্ক কর্মকর্তা মো সেলিম চৌধুরী জানান, অভিনব কায়দায় বিপুল পরিমান সোনা পাসপোর্ট যাত্রীর মাধ্যমে ভারতে পাচার করা হচ্ছে মর্মে গোপন খবরের ভিত্তিতে জানতে পেরে শুক্রবার সকালে বেনাপোলের শুল্ক ও গোয়েন্দা সুপার আব্দুর রহিম ও ইনসপেক্টর আনিছুর রহিম ও তিনিসহ ভোমরা শুল্ক অফিসের সামনে অবস্থান নেন। সকাল সাড়ে ১০টার দিকে ভারতে যাওয়ার সময় ভোমরা ইমিগ্রেশন অফিসে ঢোকার সময় শুভংকর পাল নামে এক পাসপোর্ট যাত্রীকে চ্যালেঞ্চ করা হয়। এ সময় স্ক্যানিং মেশিন দিয়ে তার লাগেজ পরীক্ষা করা হয়। জিজ্ঞাসাবাদে সে তার কাছে স্বর্ণ থাকার কথা অস্বীকার করলে তাকে সাতক্ষীরা শহরের পলাশপোলের ডক্টরস ল্যাব হসপিটাল প্রাইভেট লিঃ এ নিয়ে দেহ এক্স-রে করা হয়। এ সময় তার পায়ুপথে সোনার অস্তিত্ব পাওয়া যায়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে ভোমরা শুল্ক বিভাগে এনে লাল ও কালো কচটেপ দিয়ে মোড়ানো ছয়টি সোনার বার তার পায়ুপথ থেকে বের করা হয়। উদ্ধারকৃত সোনার ওজন ৬০০ গ্রাম। যার বাজারমূল্য ৪৪ লাখ ২৩ হাজার ৮৬৮ টাকা। এ ঘটনায় তিনি (সেলিম চৌধুরী)বাদি হয়ে শুভঙ্কর পাল এর নাম উলে¬খ করে শুক্রবার সন্ধ্যায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা (জিআর-২১১/২৩ নং)দায়ের করেছেন। জব্দকৃত সোনা সাতক্ষীরার শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।
Leave a Reply