সাতক্ষীরা’র পল্লীতে পারিবারিক দন্ধে ভাসুর’পো কর্তৃক চাচি রক্তাক্ততের ঘটনায়, অবশেষে গ্রাম্য শালিসি বৈঠকে চিকিৎসা খরচ বাবদ ৭ হাজার টাকা জরিমানার মধ্য দিয়ে, মিমাংস হয়েছে। সোমবার (১৬নভেম্বর) রাত ১০ টা নাগাদ এই মিমাংসার মধ্য দিয়ে পরি সমাপ্তি ঘটে পরস্পর দন্ধিত দু’টি পরিবারের। ঘটনার বিবরণে প্রকাশ বাচ্চাদের চড়ুই ভাতিকে কেন্দ্র করে, পাটকেলঘাটা থানার অন্তর্গত গড়েরডাঙ্গা গ্রামের, আরিজুল ইসলাম এর কন্যা ফারজানা ও আয়ুব আলি খোকন এর ছেলে বাপ্পি’র স্ত্রী’র সাথে নদদ ভাবির তর্ক বিতর্কের সৃস্টি হয়।
যার এক পর্যায়ে অশ্লীল বাক্য ব্যাবহার কে কেন্দ্র করে, ১৪ নভেম্বর প্রভাতেই বাপ্পি তার স্ত্রী’র সাথে অশ্লীল ভাষা প্রয়োগের প্রতিবাদ করতে প্রতিবেশি চাচি আরিজুল ইসলাম এর স্ত্রী’র সাথে পুনরাই অশ্লীল বাক্য ব্যবহারকে কেন্দ্র করে, বাপ্পি তার চাচিকে ক্ষিপ্ত হয়ে ঝাঁটা দিয়ে আঘাত করে, যার ফলে চাচির চোখ ফুলে রক্ত পাতের সৃষ্টি হয়। এক পর্যায়ে রক্তাক্ত অবস্থায় তাকে সাতক্ষীরা সদরের একতা ক্লিনিক এ ভর্তি করা হয়। এব্যাপারে আরিজুল ইসলাম মামলার প্রস্তুতি নিলেও গ্রাম্য মাতবর দের অনুরোধে মামলা করা থেকে বিরত থাকেন। মাতবরদের গ্রাম্য শালিসি বৈঠকের এক পর্যায়ে ৭ হাজার টাকা চিকিৎসা খরচ বাবদ জরিমানার মধ্য দিয়ে উভয় পরিবারের দন্ধের অবসান হয়।
Leave a Reply