সাতক্ষীরায় অনুষ্ঠিত প্রীতি ক্রিকেট ম্যাচে সাতক্ষীরা টিভি ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ১০১ রানে খুলনা টাইগার্স এসোসিয়েশনকে হারিয়ে ট্রফি লাভ করেছে।
শুক্রবার সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, খুলনা প্রেসক্লাব সহ-সভাপতি তরিকুল ইসলাম ও সাধারন সম্পাদক হাসান আহমেদ মোল্লা, সাতক্ষীরা প্রেসক্লাব সম্পাদক মমতাজ আহমেদ বাপী এবং ৭১ টিভির বরুন ব্যানার্জী।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন সাতক্ষীরা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তানভীর হোসেন সুজন, এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ সুব্রত ঘোষ, কাটিয়া ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর মিজানুর রহমান।
টসে জিতে সাতক্ষীরা দল ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
খেলায় ১৯ ওভার ৩ বলে ১৯৬ রান করে সবাই আউট হয়ে যান। জবাবে খুলনা টাইগার্স এসোসিয়েশন ব্যাটিংয়ে নেমে ৯৫ রানে অলআউট হয়ে যায়।
খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা দলের ক্যাপ্টেন ফজলু। ম্যান অব দ্যা ম্যাচ এবং সেরা ফিল্ডার হয়েছেন সাতক্ষীরার টিভি ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের জাকির হোসেন মিঠু ও আরিফুল ইসলাম আশা।
Leave a Reply