বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ সাতক্ষীরা জেলা কমিটির উদ্যোগে, শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিন পালিত হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে রোববার (১৮ অক্টোবর) সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ এর কামাল নগরস্থ কার্যালয়ে, বিকাল ৩টায়, বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ সাতক্ষীরা জেলা কমিটির সহ সভাপতি ইমান হোসেন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে, কেট কাটেন, বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট আল মাহমুদ পলাশ।
বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ সাতক্ষীরা জেলা কমিটির নেতৃবৃন্দের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন, সহ সভাপতি আব্দুল কুদ্দুস, এস এম শহিদুল ইসলাম, শেখ আবজাল হোসেন, মনোরঞ্জন বন্ধোপধ্যায়,
সাধারণ সম্পাদক এডভোকেট প্রবীর মুখার্জি, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান, আসাদুজ্জামান লাবলু, আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক আবু ইয়াসিন, গাজী মোছাক সরদার,আব্দুর রহমান, বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক মোহাম্মদ হাফিজ, অর্থ সম্পাদক ডাঃ এ আর হাবিব, প্রচার ও প্রকাশণা সম্পাদক আজহারুল ইসলাম সাদী, তথ্য ও গবেষণা সম্পাদক আসাদুল হক, মুক্তিযোদ্ধা সম্পাদক আকবর হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আয়শা খাতুন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক ডাঃ খলিলুর রহমান, নির্বাহী সদস্য গোপাল হালদার,
পল্লী চিকিৎসক প্রাতিষ্ঠানিক শাখা সভাপতি ডাঃ আব্দুল কাদের, শিক্ষক প্রাতিষ্ঠানিক শাখা সভাপতি প্রভাষক কিংকুর মন্ডল, হোমিও চিকিৎসক প্রাতিষ্ঠানিক শাখার সাধারণ সম্পাদক ডাঃ নাছিম আহমেদ, ভোমরা স্থল বন্দর প্রাতিষ্ঠানিক শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলি, ক্লিনিক ও ডায়াগনস্টিক প্রাতিষ্ঠনিক শাখার সাধারণ সম্পাদক সজীব ঘোষ, আশাশুনি উপজেলা সভাপতি মাষ্টার আবুল কালাম, দেবহাটা উপজেলা সভাপতি মহিউদ্দিন আহমেদ, পৌর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সদর উপজেলা সহ সভাপতি মুজিবর রহমান, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান প্রমুখ।
শেখ রাসেল এর প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে শহীদ শেখ রাসেলের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন দেবহাটা উপজেলা সাধারণ সম্পাদক মহিউদ্দীন আহমেদ।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ শহীদ শেখ রাসেল ও ১৫ আগষ্ট বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যসহ সকল শহীদের পলাতক খুনিদের খুজে বের করে দ্রুত ফাঁসির রায় কার্যকর করার জন্য জোর দাবী জানান।
Leave a Reply