ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ই মার্চ ২০২১) সন্ধ্যায় জেলা কার্যালয়ে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাতক্ষীরা জেলা সহ-সভাপতি ইমাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট আল মাহমুদ পলাশ।
বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাতক্ষীরা পৌর সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক নজরুল ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুজ্জামান, পৌর ৮নং ওয়ার্ড যুগ্ন-সাধারণ সম্পাদক মোহাম্মাদ হোসেন, কৃষি ও সসবায় সম্পাদক আব্দুস সবুর, নির্বাহী সদস্য আফছার আলী। বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের জেলা যুগ্ন-সাধারণ সস্পাদক আহসান হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সদর উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আসাদুজ্জামান লাবলু ও সদস্য সচিব কেয়াম উদ্দীন গাজি, দেবহাটা উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব এডভোকেট আওছাফুর রহমান, আইনজীবী প্রাতিষ্ঠানিক শাখার সাংগঠনিক সম্পাদক এড. সুনীল ঘোষ, পৌর যুগ্ন-আহবায়ক সিরাজুল ইসলাম, যুগ্ন-সদস্য সচিব ফরমান সরদার ও মোঃ হাফিজুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেছেন ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন ছিল বাঙালী জাতির মুক্তির সনদ তথা স্বাধীনতার মুলমন্ত্র।
প্রকৃতপক্ষে স্বাধীনতার ঘোষণা।
Leave a Reply