সাতক্ষীরা জেলা শহর থেকে, অবৈধভাবে আনা ৪০ হাজার পিস ভারতীয় পাতার বিড়িসহ এক চোরাকারবারীকে আটক করেছে র্যাব। বুধবার (২৫ নভেম্বর) সকালে শহরের মুক্তিযোদ্ধা মার্কেটের ইলেকট্রিক পয়েন্ট দোকোনের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত চোরাকারবারী হলেন, সদর উপজেলার কুশখালী ইউনিয়নের সাতানী গ্রামের মৃত লুৎফর সরদারের ছেলে আলমগীর হোসেন মন্টু (৪০)। র্যাব জানায়, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে সাতক্ষীরা শহরের মুক্তিযোদ্ধা মার্কেটের ইলেকট্রিক পয়েন্ট দোকোনের সামনে পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি চোরাই পথে ভারতীয় পাতার বিড়ি এনে, বেচাকেনার জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে, র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এএসপি বজলুর রশীদের নেতৃত্বে র্যাবের একটি টহলদল সেখানে অভিযান চালিয়ে, উক্ত চোরাকারবারীকে আটক করে। এ সময় তার কাছ থেকে বস্তা ভর্তি ৪০ হাজার পিস পাতার বিড়ি, একটি মোবাইল ও একটি সিম কার্ড জব্দ করে। র্যাব সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এএসপি বজলুর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামালসহ আটক ব্যক্তিকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply