আজহারুল ইসলাম সাদী:
সাতক্ষীরায় কেন্দ্রীয় ঈদগাহ সংস্কার কাজের ফলক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৭ জুন) সকালে সাতক্ষীরা মুনজিতপুরস্থ কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র ঐকান্তিক প্রচেষ্টায় ঈদের নামাজের পর সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ সংস্কার কাজের ফলক উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। সাতক্ষীরা পৌরসভার বাস্তবায়নে ও স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে এ সংস্কারের ব্যয় ধরা হয়েছে ৩৯ লক্ষ ৯৯ হাজার ৯ শ’ ৬৯ টাকা।
ফলক এর উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলামসহ কেন্দ্রীয় ঈদগাহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
Leave a Reply