রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা সাতক্ষীরা’র সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মফিজুর রহমান এর
সভাপতিত্বে, এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জিয়ারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দীন ও আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এম শাহ আলম।
সাতক্ষীরা’র সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মফিজুর রহমান তার বক্তব্যে বলেন, নিগ্যাল এইড কেবলমাত্র গরীবের মামলা পরিচালনার খরচ বহন করেনা, এটি এখন ধনী-দরিদ্র সকলকে আইনগত পরামর্শ দিয়ে থাকে, পাশাপাশি আপোষে বিরোধও নিষ্পত্তি করে থাকে। এজন্য সাতক্ষীরা লিগ্যাল এইড অফিস আইনি সেবা প্রদানে মানুষের আস্থার প্রতিকে পরিণত হয়েছে।
রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জিয়ারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দীন ও আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এম শাহ আলম।
উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন, জিপি এড. শম্ভুনাথ সিংহ, পিপি এড. আব্দুল লতিফ, এডভোকেট খায়রুল বদিউজ্জামান, এডভোকেট মুনিরুদ্দীন, জেল সুপার কামরুল ইসলাম সহ বিভিন্ন বে-সরকারী সংস্থার প্রতিনিধিবৃন্দ।
সভায় দেওয়ানী মামলা পরিচালনার জন্য সর্ব সম্মতিক্রমে ৪ জন আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়। এছাড়া আগামী ২৮ এপ্রিল লিগ্যাল এইড দিবস উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচীর বিষয়ে আলোচনা করা হয়। সমগ্র সভাটি পরিচালনা করেন, ভারপ্রাপ্ত লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার।
Leave a Reply