গত ০৪ মার্চ ২০২১ ইং তারিখ আনুমানিক ২০.১৫ ঘটিকার সময় র্যাব-৬, (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে, সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন কোটারমোড় এলাকায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্য প্রাপ্ত হয়ে আভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামস্থ কোটারমোড় মেইন রোড পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে জনৈক ব্যক্তি জাহিদ হাসান(২৫), পিতা- মৃত. মাজেদ আলী মোড়ল, মাতা- মার্জিনা খাতুন, সাং- বাঘআচড়া (লারিপুকুর মাঠপাড়া, সাতভাই গোষ্ঠী মোড়ল বাড়ি), থানা- শার্শা, জেলা- যশোরকে ধৃত করে। ধৃত ব্যক্তির দেহ তল্লাশী কালে তার দখল হতে ৬৫৫ (ছয়শত পচ্ছান্ন) পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্দার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করতঃ তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়। ■ খবরঃ র্যাব-৬, খুলনা বিজ্ঞপ্তি।
Leave a Reply