বগুড়ার সান্তাহারের অদূরে সড়ক দুর্ঘটনায় অটো চার্জারের সাথে মুখামুখি সংঘর্ষে আদমদীঘি ছাতিয়ান গ্রামের সোহাগ হোসেন নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় অটো চার্জারের তিন যাত্রী আহত হয়েছেন। বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯ টায় সান্তাহার-নওগাঁ সড়কের সাহাপুর নামক মল্লিকা ইনের মূল ফটকের সামনে রাস্তার ওপর বিকল হয়ে পড়ে থাকা একটি ট্রাককে ওভারটেক করে সামনে যাওয়ার সময় চার্জার চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে ঘটনাস্থলে তিনি মারা যান। নিহত সোহাগ হোসেন ছাতিয়ান গ্রামের সাবেক চেয়ারম্যান মৃত মোহসিন আলীর বড় ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সোহাগ একজন চাল ব্যবসায়ী, এক ব্যবসায়ী কাজে নওগাঁ শহরে কাজের জন্য যায়। কাজ শেষ করে রাতে সান্তাহারে নিজ বাসায় ফেরার পথে সাহাপুর নামক মল্লিকা ইনের সামনে পৌঁছালে বিকল হয়ে পড়ে থাকা একটি ট্রাককে ওভারটেক করে যাওয়ার সময় একটি অটো চার্জারকে অতিক্রম করতে গেলে বিপরীত দিক থেকে আসা অপর একটি অটো চার্জারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় সোহাগের। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পরিবারের লোকজন লাশটি বাসায় নিয়ে আসেন। এ ঘটনায় ঐ অটো চার্জারের তিন যাত্রী আহত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Leave a Reply