সাভার পৌর এলাকার আনন্দপুর বাসস্ট্যান্ড সন্ত্রাসীদের ছুরির আঘাতে রাব্বী নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার ( ২ রা মার্চ ) রাত দুইটার দিকে ঢাকা – আরিচা মহাসড়কের পূর্ব পাশে আনন্দপুর বাসস্ট্যান্ডে ছুরিকাঘাতে ঘটনা ঘটে।
পুলিশ জানায়- সিটিলেন ও আনন্দপুর মহল্লার কয়েকজন সন্ত্রাসী ওই বাসস্ট্যান্ডে পার্ক করে রাখা বাসের স্টাফদের কাছে চাদা দাবি করে আসছিল। ২ রা মার্চ মঙ্গলবার রাতে সন্ত্রাসীরা চাদার টাকা আনতে সেখানে গেলে একটি বাসের কনড্রাক্টর ইকবাল জাতীয় জরুরী সেবা সার্ভিস – ৯৯৯ – এ কল করেন। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছালে সন্ত্রাসীরা কনস্টেবল রাব্বীর ( ২৪ ) পেটে ছুরিকাঘাত করে। রক্তার্ত অবস্থায় রাব্বীকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সাভার মডেল থানার ওসি ( তদন্ত ) সাইফুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।
এ ঘটনায় বুধবার ( ৩ রা মার্চ ) সকালে বাসের স্টাফ ইকবাল ও পুলিশ বাদি হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃত ১০ জন ছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরো ১০ জনকে আসামী করা হয়েছে।
পুলিশ জানায় – আটকৃদের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হচ্ছেন – সাব্বির হোসেন, জহিরুল ইসলাম, লাল মিয়া, মোহাম্মদ আলী, রহিম বাবু, কামাল হোসেন ও সুজন শিকদার, রাশেদ, নজরুল ইসলাম খান, আলামিন।
মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার ইন্সপেক্টর ( গোয়েন্দা ) নির্মল কুমার দাস। গ্রেপ্তারকৃতদের ৫ দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply