কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে সাভার উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন। সোমবার (৭ই ডিসেম্বর) বিকেলে সাভার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে যোগ দিতে প্রথমে বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলা চত্বরে এসে জরো হন কয়েক হাজার নেতা কর্মি। বিক্ষোভ মিছিলটি বের হয়ে ঢাকা আরিচা মহাসড়ক এর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে সিটি সেন্টারের সামনে শেষ হয়। ফলে ঢাকা আরিচা মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিরোধী জঙ্গিবাদ মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সাভার উপজেলা আওয়ামী লীগের এ বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর এবং ধৃষ্টতাপূর্ণ আচরণ কারীদের মোকাবেলায় সাভারের নেতাকর্মীরাই যথেষ্ট। সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে যারা বিরুপ মন্তব্য করবে তাদেরকেও ছাড়া দেয়া হবে না।যে কোন মূল্যে দেশ থেকে জঙ্গিবাদ,মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বন্ধ করতে হবে।
সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১ নং প্যানেল মেয়র এবং ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ নজরুল ইসলাম মানিক মোল্লা বলেন, ( ৫ ডিসেম্বর ) গভীর রাতে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর করে যে এই গর্হিত কাজ করেছে তার প্রতি তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করেছে। এসময় সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌল্লা,যুগ্ম সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর,সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন,ঢাকা জেলা উওর স্বেচ্ছাসেবক লীগের এবং সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply