আহসান উল্যাহ সজিবঃ সাম্প্রতিক কিছু অনলাইন মাধ্যমে চকরিয়া প্রবাসী ইউনিয়ন কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য প্রকাশের প্রতিবাদে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রতিবাদ সভা করেছে চকরিয়া প্রবাসী ইউনিয়ন কাতার।
গত শুক্রবার ২৫ শে ডিসেম্বর রাতে রাজধানী দোহার নিউ জামান রেস্টুরেন্টে চকরিয়া প্রবাসী ইউনিয়ন কাতার শাখার সভাপতি মিরাজ উদ্দীনের এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ফয়সালের সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মুবিনুল ইসলাম মুবিন,কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রিদওয়ানুল হক নিরব, সহ-সভাপতি নাসির উদ্দীন, হাফেজ মোঃ শাহাদাত, রায়হান সহ আরও অনেকে।
এসময় বক্তারা বলেন চকরিয়া প্রবাসী ইউনিয়ন একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন অতএব এই সংগঠন নিয়ে কোনরকম অশালীন মন্তব্য অন্তত দুঃখজনক।চকরিয়া প্রবাসি ইউনিয়নের সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে কিছু স্বার্থ মহল ব্যক্তি মিথ্যা বানোয়াট বিভ্রান্তিমূলক ও গুজব রটানো বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই আজকের অনুষ্ঠান থেকে। তাদের দেওয়া সব অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে বলেন আপনারা প্রমাণ দেন অভিযোগ গুলোর না হয় আমরা আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে হুশিয়ার করেন। তারা সবার উদ্দেশ্য বলেন আমরা সকল চকরিয়ার মানুষের সাথে কাজ করতে চাই সামাজিক ও নিজেদের দায়বদ্ধতা থেকে কারো কাছে থেকে কোন কিছু নিয়ে নয়।
Leave a Reply