সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা যায় উল্লাপাড়া উপজেলার পূর্নিমাগাঁতী ইউনিয়নের গয়হাট্টা পারকুল গ্রামে কয়েকজন মিলে একটি গাছ কাটছিলেন। এসময় গাছটি মাটিতে ফেলার জন্য রশি বেঁধে টানা হচ্ছিল। একপর্যায়ে গাছটি উপর থেকে নিচে বৃদ্ধার মাথার উপর পড়ে মৃত্যু হয়েছে। বরিবার (২৭ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটেছে উল্লাপাড়া উপজেলার পূর্নিমাগাঁতী ইউনিয়নের পারকুল গ্রামে।
নিহত বৃদ্ধার নাম আব্দুল মান্নান (বিশা) (৫০)। সে বাঙ্গালা ইউনিয়নের বিনায়েকপুর গ্রামের বাসিন্দা।এবিষয়ে বিনায়েকপুর ৬ নং ওয়ার্ডের মেম্বার লতিফ মিয়া বলেন,ঘটনা শুনতে পেরেছি তবে জরুরী কাজে বাহিরে থাকায় তার পরিবারের সাথে দেখা করতে পারিনি,তার এমন মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছি। ঘটনার সত্যতা নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply