সিরাজগঞ্জের তাড়াশে আবাদি জমিতে অবৈধভাবে পুকুর খননকালে মাটি বহনকারী ড্রাম ট্রাকের ধাক্কায় অপর মাটি বহনকারী ট্রাকটর চালক (৩২) নিহত হয়েছেন। বুধবার (৩ মার্চ) বিকেলে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের আড়ংগাইল গ্রামে এ ঘটনা ঘটে।
এখনো নিহতের নাম ও পরিচয় জানা যায়নি। তবে নাটোর জেলার বড়াইগ্রাম থানায় বাসা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের হোসেন আলীর প্রায় ৭ বিঘা ফসলি জমি লিজ নিয়ে একই গ্রামে জানমাহমুদ পুকুর খনন করছেন। পুকুর খনন করতে মাটি বহনকারী ড্রাম ট্রাক পুকুরের মধ্যে মাটি নিয়ে ঘোরাতে গিয়ে পেছনে থাকা আরেকটি মাটি বহনকারী ট্রাক্টর (রাশিয়ান) গাড়িকে ধাক্কা দিলে চাপা পরে চালক মারা যান।
এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফজলে আশিক বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply