অভিজিৎ কুমার দাস সিরাজগঞ্জ প্রতিনিধি:
বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিরাজগঞ্জের রায়গঞ্জের এক অসহায় পরিবার পেলেন খাদ্য সামগ্রী।
মঙ্গলবার সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের রুদ্রপুর এলাকায় অসহায় তোজাম্মেল হক ও জহুরা বেগম দম্পতির হাতে কেআর ফ্যামেলি সিরাজগঞ্জের অর্থায়নে প্রায় ৫ হাজার টাকার খাদ্য সামগ্রী তুলে দেন স্বপ্ন নিয়ে পথচলা সংগঠনের সদস্যরা।
এর আগে “হতদরিদ্র দম্পতির মানবেতর জীবনযাপন” শিরোনামে সংবাদ প্রকাশের পর কেআর ফ্যামেলি সিরাজগঞ্জ ও স্বপ্ন নিয়ে পথচলা সংগঠনের সার্বিক সহযোগিতায় এ সহায়তা দেওয়া হয়।
এসবের মধ্যে চাল, ডাল, তেল, লবন চিনি, মাছ, মুরগী, ডিমসহ ইত্যাদি প্রায় ৫ হাজার টাকার নিত্য প্রয়োজনীয় বাজার সামগ্রী।
এ সময় স্বপ্ন নিয়ে পথচলা সংগঠনের প্রতিষ্ঠাতা এসএম বাহাদুর আলী, স্বেচ্ছাসেবী ইউসুফ আলী, জান্নাত, শাকিল, নাজমুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় তোজাম্মেল হকের স্ত্রী জহুরা বেগম বলেন, অর্থের অভাবে তাদের দীর্ঘদিন ধরে মানবেতর জীবন কাটছে। কখনো কখনো খেয়ে না খেয়ে চলতে হচ্ছে তাদের। কেআর ফ্যামেলি তাদের যে খাদ্য সামগ্রী দিয়েছে এতে তারা অনেক খুশি।
Leave a Reply