
মোঃ আতাউর রহমান মুকুল, সিনিয়র স্টাফ রিপোটার:
গাইবান্ধার সুন্দরগঞ্জে ৫ আগস্ট (মঙ্গলবার) ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১২টায় উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ ও সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক মাহমুদের নেতৃত্বে উপজেলা শহরের প্রধান সড়কসমূহে মিছিলটি বিজয় পতাকা নিয়ে প্রদক্ষিণ করে। মিছিলে ছিলো স্লোগান, চেতনা ও গণতন্ত্র প্রতিষ্ঠার দৃপ্ত প্রত্যয়।
মিছিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহমান, সদস্য সচিব আলম জামান মিন্টু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম আযম সরকার, সদস্য সচিব মতিয়ার রহমান, তাঁতীদলের সদস্য সচিব ফিরোজ কবির, শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেনসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, ১৫টি ইউনিটের আহ্বায়ক ও সদস্য সচিবসহ বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি মিছিলটিকে এক গণজোয়ারে রূপ দেয়।
সমাবেশে বক্তারা বলেন, “৫ আগস্ট আমাদের জাতীয় জীবনের এক ঐতিহাসিক দিন। এই দিনটি স্মরণ করিয়ে দেয় স্বৈরাচারবিরোধী আন্দোলনের গৌরবময় ইতিহাস। জনগণ প্রমাণ করেছিল—বাংলার মাটিতে স্বৈরতন্ত্রের ঠাঁই হবে না।”
তারা আরও বলেন, “বর্তমান দুঃশাসনের অবসান ঘটাতে অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে।” বক্তারা কেন্দ্র ঘোষিত কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
Leave a Reply