মোঃ আতাউর রহমান মুকুল – স্টাফ রিপোটার্রঃ
মাননীয় পুলিশ সুপার, গাইবান্ধা, মোঃ কামাল হোসেন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, কে এম আজমিরুজ্জামান, অফিসার ইনচার্জ, সুন্দরগঞ্জ থানা, গাইবান্ধা এর তত্ত্বাবধানে ১৭/০৮/২০২৩ খ্রিঃ তারিখ সুন্দরগঞ্জ থানা পুলিশ কর্তৃক গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক ও জুয়া বিরোধী রাত্রী কালিন অভিযান পরিচালনা কালে এসআই/মোঃ ইমরান আলী এর নেতৃত্বে ইং ১৮/০৮/২০২৩ তারিখ রাত্রী ০১.২৫ ঘটিকার সময় সুন্দরগঞ্জ থানাধীন ০৭নং রামজীবন ইউপির অর্ন্তগত রামজীবন কুটিপাড়া গ্রামের জনৈক মোঃ আতোয়ার রহমান (৫০), পিতা-মৃত আব্দুল ব্যাপারী এর বসতবাড়ীর পশ্চিম দুয়ারী শয়ন ঘরে কতিপয় জুয়াড়ী টাকার বিনিময়ে তাস দিয়া জুয়া খেলা অবস্থান জুয়ার বোর্ড হইতে জুয়া খেলার সরঞ্জাম (ক) বিভিন্ন নোটের নগদ ২,০৬০/- (দুই হাজার ষাট) টাকা, (খ) জুয়া খেলায় ব্যবহৃত ৫২ (বাহান্ন) টি তাস, (গ) ০১ (এক) টি প্লাস্টিকের পাটি উদ্ধারসহ আসামী ১,মোঃ নুরুন্নবী মিয়া(৩০), ২. মোঃ রফিকুল ইসলাম(৩৮) ৩. মোঃ নুর ইসলাম(৪৩), ৪. মোঃ জাহিদুল ইসলাম(৩১) দের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানার মামলা নং-১৬, তারিখ-১৮/০৮/২০২৩ খ্রিঃ ধারা-১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪/১১ রুজু করা হয়েছে।
Leave a Reply