মোঃ আতাউর রহমান মুকুল, সিনিয়র স্টাফ রিপোর্টার:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তালুক বেলকা গ্রামে পারিবারিক বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে আপন চাচা নিহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) রাতের এই মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নিহত ব্যক্তি হলেন জিয়ারুল ইসলাম (৪৪), তিনি তালুক বেলকা গ্রামের মৃত জাফর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আম খাওয়া নিয়ে শুরু হওয়া একটি তুচ্ছ কথাকাটাকাটি ধীরে ধীরে উত্তপ্ত বাক্য বিনিময় এবং একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় নিহতের ভাতিজা সাইফুল ইসলাম (৩০) ধারালো ছুরি দিয়ে চাচা জিয়ারুল ইসলামের শরীরে একাধিক আঘাত করে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই মারা যান তিনি।
সংঘর্ষে আহত হন আরও অন্তত দুইজন। প্রথমে তাদের সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে অবস্থা সংকটাপন্ন হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয়রা জানান, এমন ঘটনা এলাকায় আগে কখনো ঘটেনি। এটি খুবই মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা বলে মন্তব্য করেন অনেকে।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ওসি (তদন্ত) সেলিম রেজা বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। অভিযুক্ত সাইফুল ইসলাম ঘটনার পরপরই পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে এটি পারিবারিক বিরোধ বলেই মনে করা হচ্ছে। বিস্তারিত তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। হত্যাকাণ্ডের ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply