নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পুরান টিপরদী এলাকায় কনকা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । আগুন নিয়ন্ত্রণে সোনারগাঁওসহ বিভিন্ন এলাকার ১০টি ফায়ার সার্ভিস ইউনিট কাজ করছে।তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। এছাড়া ক্ষয়ক্ষতি সম্পর্কেও এখনও কিছু বলা যাচ্ছে না।রোববার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের ওই কারখানায় আগুন লাগে। আগুনের খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করে। এতে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।সোনারগাঁও ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সুজন কুমার হাওলাদার বলেন, আগুন নিয়ন্ত্রণে সোনারগাঁওসহ আশপাশের ১০টি ইউনিট কাজ করছে।
Leave a Reply