নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুরান টিপরদী এলাকায় কনকা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । আগুন নিয়ন্ত্রণে সোনারগাঁসহ বিভিন্ন এলাকার ১০টি ফায়ার সার্ভিস ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। এছাড়া ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও কিছু বলা যাচ্ছে না। রোববার বেলা সাড়ে ১০ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের ওই কারখানায় আগুন লাগে। আগুনের খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থল ভীড় করলে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। সোনারগাঁ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সুজন কুমার হাওলাদার বলেন, আগুন নিয়ন্ত্রণে সোনারগাঁ গজারিয়া সহ আশপাশের ১০টি ইউনিট কাজ করেছেন।
Leave a Reply