গতকাল ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতির পিতা পরিষদ ঢাকা মহানগর উত্তর-এর উদ্যেগে আলোচনা সভার আয়োজন করা হয় । এতে সভাপতিত্ব করেন- ঢাকা মহানগর উত্তরের সভাপতি জনাব খাঁন সেলিম রহমান , প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতির পিতা পরিষদের কেন্দ্রীয় সভাপতি শিল্প স্থাপক এম এ এ সৌরভ খান এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব জিন্নাতুল ইসলাম জিন্নাহ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি এস এম জীবন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি ও বাংলাদেশ জাতির পিতা পরিষদ ঢাকা মহানগর উত্তর-এর সাধারণ সম্পাদক ছাত্রনেতা এম আর মামুন । এ ছাড়াও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জনাব নজরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন রানা, সাংস্কৃতিক ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব শাকিল খান নিরব, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জনাব ছলিম উল্লাহ, মহিলা বিষয়ক সম্পাদক তানিয়া আক্তার ইতি, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দীপা শ্রী দাস, সহ-সম্পাদক মোঃ সবুজ সহ বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা কর্মী উপস্থিত ছিলেন ।
আলোচনা সভায় খান সেলিম রহমান তার বক্তব্যে বলেন – এ দেশের স্বাধীনতাকে রক্ষা করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্তিত্বকে রক্ষা করতে হবে , বিশেষ অতিথি এম আর মামুন বলেন, বঙ্গবন্ধু ভাস্কর্য নিয়ে যারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছে তারা বিশেষ গোষ্ঠীর মধ্যে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় , যে কোন মূল্যে ধর্ম ব্যবসায়ীদের প্রতিহত করতে সংগঠনের নেতা কর্মীদের মাঠে থাকার আহ্বান জানান এম আর মামুন ৷ এম আর মামুন বলেন, এদেশের মৃত গনতন্ত্রকে পুনরুদ্ধার করেছে বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা , হাজার বছরের রেকর্ড গড়া উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যুগ যুগান্তর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় রাখার বিকল্প নেই । দেশের চলমান শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার জন্য বিএনপির এজেন্ডা বাসতবায়ন করতে হেফাজত ইসলাম ধর্মকে ব্যবহার করছে বলেও মন্তব্য করেন এম আর মামুন । মাদ্রাসায় শিশু বলাৎকার বন্ধ করতে প্রয়োজনে দেশের প্রতিটি কওমি মাদ্রাসায় ছাত্রলীগের কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খাঁন জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন ।
Leave a Reply