সবার আগে সর্বপ্রথম’ এই স্লোগানকে সামনে রেখে,
হাঁটি হাঁটি পা পা করে এক বছরের মাইলফলক স্পর্শ করল স্বাধীন বার্তা ২৪।
আজ ২ রা মার্চ দুপুরে বুহত্তর যশোর জেলা প্রেসক্লাবে সকল সাংবাদিকদের উৎসাহ উদ্দীপনায় কেক কেটে উদযাপন করা হয়েছে স্বাধীন বার্তা ২৪ এর শুভ জন্মদিন।
২০২০ সালের ২রা মার্চ যাত্রা শুরুর পর থেকে সত্য ও নিষ্ঠার সাথে সংবাদ পরিবেশ করে সে ছুটে চলেছে নিরন্তর।
এগিয়ে চলার পথে এসেছে অনেক ঝড়-ঝাপ্টা, বাধা-বিপত্তি। কিন্তু কোনো কিছুই তার যাত্রাকে স্থিমিত করতে পারেনি। বিচ্যুত করতে পারেনি নীতি ও আদর্শ থেকে। একদল তরুণের সৃষ্টি সুখের উল্লাসে যে স্বপ্নের বিজ সূচিত হয়েছিল তা আজ পরিণত হয়েছে মহিরূহে।
টগবগে যৌবনের যে প্রাপ্তি দেশ ও জাতি স্বাধীন বার্তা ২৪ থেকে পেয়েছে তা স্মৃতির মণিকোঠায় জ্বল জ্বল করতে থাকবে অবিরত।
নিউজের জগতের প্রথাগত সব নিয়ম-কানুন ভেঙে স্বাধীন বার্তা ২৪ গণমাধ্যম জগতে আলোড়ন সৃষ্টি করে, দেখিয়েছে নতুন পথের দিশা।
তরুণ উদিয়মান সাংবাদিক
এম এইচ উজ্জ্বলের হাত ধরে যাত্রা শুরু হলেও চালকের আসনে রয়েছেন শাহারুল ইসলাম ফারদিন। তার যুগোপযোগী পরিকল্পনা ও নিখুঁত সম্পাদনায় স্বাধীন বার্তা ২৪ যেতে চায় আরো বহু দূর।
Leave a Reply