
মোঃ পারভেজ ঝিনাইদহ:
ঝিনাইদহের কালীগঞ্জে চিলাহাটিগামী রকেট মেইল ট্রেনের একটি চাকার স্প্রিং ও কিছু যন্ত্রাংশ হঠাৎ করে রেল লাইনের উপর ভেঙ্গে পড়ে। এতে রেল লাইনের পাথরের আঘাতে গেটম্যান ও রেল ক্রসিং পারাপারের অপেক্ষমান কয়েকজন পথচারী আহত হয়। ঘটনাটি ঘটে বুধবার দুপুর ১২ টার দিকে মোবারকগঞ্জ রেল ষ্টেশন থেকে এক কিলোমিটার দুরে বাবরা রেলগেট এলাকায়। খোঁজ নিয়ে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রকেট ট্রেনটি দুপুর ১২ টার দিকে বাবরা রেলগেট এলাকা অতিক্রম করে। এসময় ট্রেনটির শেষ বগির একটি চাকার স্প্রিংসহ কিছু যন্ত্রাংশ ভেঙ্গে পড়ে। ভেঙ্গে পড়া যন্ত্রাংশের আঘাতে পাথর ছুটে রেলগেটের গেটম্যান ও রেল ক্রসিং পারাপারের জন্য অপেক্ষমান কয়েকজন পথচারীর শরীরে লেগে আহত হয়। পরে তারা স্থানীয় বিভিন্ন ক্লিনিক থেকে চিকিৎসা নেয়। বাবরা রেলগেটের গেটম্যান হেলাল উদ্দিন বলেন, দুপুর ১২ টার দিকে রকেট মেইল ট্রেনটি বাবরা রেলগেট এলাকা অতিক্রম করার সময় এর কিছু যন্ত্রাংশ ভেঙ্গে পড়ে পাথর ছুটে আমি ও কয়েকজন পথচারী আহত হয়। এসময় আমি রেল লাইনের পাশে দাঁড়িয়ে পতাকা উড়িয়ে সংকেত দিচ্ছিলাম। ট্রেনটি রেল ক্রসিং অতিক্রমের পরই আমি ষ্টেশন মাস্টারকে ফোন করে ঘটনাটি জানায়। মোবারকগঞ্জ রেল ষ্টেশনের ষ্টেশন মাস্টার রুহুল আমিন জানান, চিলাহাটিগামী রকেট মেইল ট্রনটি দুপুর ১২ঃ০৩ সময় মোবারকগঞ্জ রেল ষ্টেশনের দুই নম্বর প্লাটফর্মে প্রবেশ করে। তৎক্ষণাৎ ট্রেনটি পরীক্ষা করে দেখা যায় ৪১৩২ নং লাগেজভ্যানের একটি চাকার স্প্রিং ও কিছু যন্ত্রাংশ ভেঙ্গে পড়ে গেছে। বগিটি চলাচলের উপযোগী না থাকায় সেখান থেকে মালামাল সরিয়ে অন্য বগিতে নেয়া হয়। ক্ষতিগ্রস্ত বগিটি রেখে ট্রেনটি দুপুর ১ঃ১৮ সময় ষ্টেশন ত্যাগ করে। এ ঘটনায় ট্রেনের কোন সিডিউল বিপর্যয় হয়নি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply