মোঃ আলমগীরঃ হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় নিষিদ্ধ ইয়াবা সহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে।২৩ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৫মিনিটে বানিয়াচং উপজেলার নতুন বাজার জননী মিষ্টান্ন ভান্ডার থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করেছে হবিগঞ্জ ডিবি পুলিশের একটি দল।গ্রেফতারকৃত ব্যাক্তির নাম উজ্জ্বল মিয়া(৩৭)ডিবি পুলিশ সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের মাধবপাশা গ্রামের শাহ আলম মিয়ার পুত্র উজ্জ্বল মিয়া(৩৭) দীর্ঘদিন যাবৎ ইয়াবা ব্যাবসার সাথে জড়িত থাকলেও গ্রেফতার করা সম্ভব হচ্ছিল না।শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে মরন নেশা ইয়াবা ট্যাবলেটের কারবারি উজ্জ্বল মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।এ সময় উজ্জ্বলের দেহ তল্লাশি করে ১‘শ পিছ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।উজ্জ্বলের নামে মাদকের কোন মামলা না থাকলেও মারদাঙ্গা ও চুরি-ডাকাতির একাধিক মামলা রয়েছে।এ ব্যাপারে হবিগঞ্জ ডিবি পুলিশের এস আই মোজাম্মেল মিয়া জানান, উজ্জ্বলের নামে ইয়াবার ব্যাবসা করার অভিযোগ থাকলেও তাকে আটক করা সম্ভব হচ্ছিল না।অবশেষে ডিবি পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে।এ ব্যাপারে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply