হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ৫৫ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সামিউন্নবী চৌধুরী জানান,শুক্রবার (১৩ ই নভেম্বর) রাত ১ টার দিকে ধর্মঘর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আবু বক্কর এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের গন্ধবপুর গ্রামের মোঃ মঞ্জুর আলীর বাড়ীর বসত ঘরের ভিতর থেকে ৩৩০ পিচ ইয়াবা ট্যাবলেেট ও ৪ কেজি ভারতীয় গাঁজাসহ মোঃ মঞ্জুর আলি (৩৮)ও মোঃ সোহেল রানা (২৫)কে আটক করা হয়েছে। আটককৃতরা হলো মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গন্ধবপুর গ্রামের মৃত গেদু মিয়ার ছেলে মোঃ মঞ্জুর আলী (৩৮)একই গ্রামের মৃত মিন্টু মিয়ার ছেলে মোঃসোহেল রানা(২৫)।
Leave a Reply