অদ্য ১৭ ই নভেম্বর রোজ মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের বাহুবলে দিনে দুপুরে বিদ্যালয়ে যাবার পথে দুই মোটরসাইকেল আরোহী চিনতাইকারীর কবলে পড়ে আহত হয়েছেন ভূগলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মুন্না চক্রবর্তী তার সন্তান ও তাদের বহনকারী রিক্সাচালক। এসময় চিনতাইকারীরা তাদের অস্ত্রের মুখে জিম্মি করে গলার স্বর্নালঙ্খার চিনিয়ে নিয়ে যায়।
মিরপুর থেকে রিক্সাযোগে ভুগলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে এ ঘটনাটি ঘটে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মিরপুর ভিতর বাজার উজ্বল ফার্মেসী প্রাথমিক চিকিৎসা শেষে বাহুবল হাসপাতালে প্রেরন করেন। জানা যায়, বিদ্যালয়ে যাওয়ার পথে ২ মোটরসাইকেল আরোহী রাস্থায় তাদের বহনকৃত রিক্সা আটকিয়ে গলায় চাকু ধরে গলা থেকে স্বর্ণালঙ্খার চিনতাই করে নিয়ে যায়। এ সময় চিনতাইকারীদের হামলায় রিক্সা চালক আব্দুল হামিদ (৫০)ও আহত হন। অবুজ শিশুও তাদের হাত থেকে রেহাই পায়নি।
অবুজ শিশুর গলায় চাকু ধরে তার মায়ের কাছ থেকে স্বর্নের চেইন নিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে মোটর সাইকেল নিয়ে আব্দুল্লাহপুর গ্রামের ভিতর দিয়ে শায়েস্তাগঞ্জ রোড দিয়ে যায়। মিরপুর ভিতরবাজার উজ্বল ফার্মেসীর মালিক উজ্বল ভট্রাচার্য বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের মধ্যে শিশুটি বেশি আঘাত প্রাপ্ত হয়েছে সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাহুবল সরকারী হাসপাতালে প্রেরন করা হয়েছে!
Leave a Reply