হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ -০৩ আসনের মাননীয় সাংসদ জনাব এডভোকেট আবু জাহির মহোদয়ের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ৫ নং দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মঞ্জু কুমার দাস’ র উদ্যোগে ০১ /১১/২০২০ ইং রাত ০৯ ঘটিকায় উপজেলার ০৫ নং দৌলতপুর ইউনিয়নের কাদির গঞ্জ ( মার্কুলী) বাজারের জগন্নাথ মন্দিরে পবিত্র গীতা পাঠের আয়োজন করা হয়েছে । সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে নমুনা পরীক্ষায় সাংসদ এডভোকেট আবুজাহির মিয়ার রিপোর্ট পজিটিভ আসে। এর আগে রোববার হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে তার নমুনা সিলেটে পাঠানো হয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দেশে করোনা পরিস্থিতির শুরু থেকে বিগত ৮ মাস তিনি মাঠে থেকে এলাকার জনগণকে সচেতন ও ত্রাণ সহায়তা প্রদান করেছেন তিনি বর্তমানে ঢাকার সি. এম. এইচ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পবিত্র গীতাপাঠ করেন ডাঃ মিন্টু আচার্য্য, উক্ত গীতাপাঠে উপস্থিত ছিলেন দীপংকর রায়,শংকর বনিক,শীবু পাল,মনি আচার্য্য,সজল দাশগুপ্ত, বিনয়পাল, দীপক বনিক,সনাতন বর্মন,আখড়া কমিটির সেক্রেটারি- লিটন পাল সহ অনেকেই। এম পি মহোদয়ের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা করা হয়েছে।
Leave a Reply