শিরোনাম :
শ্যামনগরে কোরবানির পশু কাটার সময় এক ব্যক্তির মৃত্যু সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ সংস্কার কাজের ফলক উদ্বোধন ৪নং চাঁচড়া ইউনিয়ন (বিএনপি’র) সাধারণ সম্পাদক,এর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারে বিক্ষোব মিছিল। সাতক্ষীরায় ২৫ বোতল ফেন্সিডিলসহ আটক-১ ঈদ উল আযহা উপলক্ষে ধর্ম প্রাণ মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানালেন নির্বাহী সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু কুষ্টিয়ায় শীর্ষ সন্ত্রাসী লিপটন অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন, খান সেলিম রহমান। মিরপুর থানার সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা : হাজী আব্দুল মতিন ৫৩,নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা : সাইদুল ইসলাম  ৮ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা : মোস্তাফিজুর রহমান বাবুল

হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাঠ শালিক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৬৮৪ বার পঠিত

মোঃ সাইদুজ্জামান সাঈদঃ  চিরসবুজ আমাদের এ বাংলাদেশ দেশমাতৃকার এই সৌন্দর্যের একটা বড় জায়গা জুড়ে রয়েছে গ্রাম-বাংলার চিরচেনা শত শত পাখি।কিন্তু অবাধ বৃক্ষ নিধন, জমিতে কীটনাশক প্রয়োগ ও শিকারিদের দৌরাত্ম্যে অনেক পাখির অস্তিত্বই আজ বিলুপ্তির পথে। কাঠ শালিক পাখিটির সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে।গ্রাম-গঞ্জের অতিচেনা শালিক পাখিদের মধ্যে অন্যতম কাঠ শালিক। লালচে, ধুসর, খয়েরি ও পিঙ্গল রঙয়ের মিশেল এই পাখিটি আমাদের চেনা শালিকের চেয়ে কিছুটা ছোট । এরা ১৯ থেকে ২১ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে।কাঠ শালিকের বুক, পেট ও লম্বা লেজের পালকের রঙ উজ্জ্বল বাদামী রঙের হয়ে থাকে। এদের উজ্জ্বল বড় বড় চোখ ও পা লালচে বর্ণের হয়। গলায় রয়েছে মালার মতো অতিরিক্ত ধূসর পালক। এরা গাছের কোটরে গর্ত করে বাসা বানায়। বসন্ত থেকে বর্ষাকাল পর্যন্ত এদের প্রজন্ম মৌসুম । এ সময় বাসায় তিন থেকে চারটে লম্বাটে নীলচে রঙের ডিম পাড়ে কাঠ শালিক। এদের খাদ্য তালিকার মধ্যে রয়েছে সব ধরনের পোকামাকড় ও ফল ।সুন্দর এই পাখিটির সংখ্যা প্রতিনিয়তই কমে যাচ্ছে। আগে এদের সর্বত্র দেখা গেলেও এখন দুর্গম বনাঞ্চল ও পাহাড়ি এলাকা ছাড়া এদের খুব একটা দেখতে পাওয়া যায় না। এমনকি দেশের উত্তাঞ্চলের নওগাঁর মফস্বল গ্রামগুলোতেও এদের বিচরণ আর আগের মতো পরিলক্ষিত হয় না।গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এই সুন্দর পাখিটি বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এজন্য পরিবেশবাদীদের পাশাপাশি দেশের সবাইকে এগিয়ে আসতে হবে এবং হটাতে হবে শিকারিদের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com