সোহেল রানা: ০৪/০২/২০২১তারিখ,রোজ বৃহস্পতিবার ১০ ঘটিকায় সময়,খামারগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল প্রাঙ্গণে । ১নং সদিয়া চাঁদ পুর ইউনিয়নের, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে থাকেন সিরাজগঞ্জ-(৫)বেলকুচি-চৌহালী আসনের সংসদ সদস্য,আলহাজ্ব মোঃ আব্দুল মমিন মন্ডলএমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকেন,মোঃআজগর আলী বিএসসি সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) এনায়েত পুর থানা আওয়ামী লীগ। ও ১নং সদিয়া চাঁদ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক,এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রাশিদুল ইসলাম সিরাজ। এনায়েত পুর থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোঃজাহিদুল ইসলাম জাহিদ।এ,সময় আরো উপস্থিত ছিলেন থানা,ইউনিয়ন আওয়ামী লীগ সহ ও অঙ্গসংগঠনের অনেক নেতৃবৃন্দ। ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলর কমিটিতে,সভাপতি পার্থী ছিলেন ২জন, ও সাধারণ সম্পাদক পার্থী ছিলেন ৪ জন । ২ জন সভাপতি পার্থী ও(৪)জন সাধারণ সম্পাদক পার্থীর মধ্যে,বেলা ১২ টায় ভোট গ্রহণ শুরু হয় ২.৫০ মিনিটে শান্ত সুষ্ঠভাবে ভোেট গ্রহণের কার্যক্রম শেষ হয়। সভাপতি,মোঃ আশরাফ প্রাং (১২০)ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন।সেখানে তার,প্রতিদ্বন্দ্বী পার্থী শ্রী-কানাই লাল সরকার পান (৭৩)ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মোঃসোহেল মোল্লা (৯৩) ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিতব হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, মোঃ শরিফুল ইসলাম শরিফ পান (৭১)ভোট। সোহেল রানা সুমন পান(৮) ভোট। ও শাহীন সরকার পান(২৪) ভোট। ১নং সদিয়া চাঁদ পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃসিরাজুল মাষ্টার(৪)নং ওয়ার্ডের পূর্বের কমিটকে বিলুপ্ত ঘোষণা করেন। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কে অভিনন্দন জানিয়ে তাদেরকে,দলের জন্য ও দেশের কল্যাণের জন্যে ও (৪)নং ওয়ার্ড আওয়ামী লীগের,সকল জনসাধারণ পাশে থেকে কাজ করার আহ্বান যানিয়ে অনুষ্ঠান শেষ করেন।
Leave a Reply