ইয়াছিন আরাফাত,কক্সবাজারঃ কক্সবাজার পৌর শহর ১১ নং ওয়ার্ড ছাএলীগ নেতা রাফসান রশিদ আরজু আজ শনিবার ১২ ডিসেম্বর সন্ধ্যার পর কক্সবাজার শহরের বিভিন্ন স্থানে অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে প্রায় ৫০ টি কম্বল বিতরণ করে।
ওই সময় উপস্থিত ছিলেন, ১১ নং ওয়ার্ড ছাএলীগ সাধারণ সম্পাদক রাফসান রশিদ আরজু,ও ১১ নং ওয়ার্ড সহ-সভাপতি মনিরুল ইসলাম জিদান,এবং ছাএলীগ নেতা বাবু,রানা,আজিজ, মুন্না, প্রমুখ।
১১ নং ওয়ার্ড ছাএলীগ সাধারণ সম্পাদক রাফসান রশিদ আরজু নিউজ ভিশনকে জানান আমরা বাংলাদেশ ছাএলীগ কক্সবাজার পৌরসভার ১১ নং ওয়ার্ড ছাএলীগ কর্মীরা সবসময় মানবতার আলোয় আলোকিত করতে চাই লাল সবুজের বাংলাদেশকে।
কম্বল পাওয়া এক বিদ্ধ বাবা তার অনুভুতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন,এমন করে যদি শহরে থাকা ধনী মানুষগুলো আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন ।তাহলে আমরা শীতের প্রকোপ থেকে একটু হলেও রক্ষা পাই ।
বিদ্ধ বাবাটি আরো বলেন, ১১ নং ওয়ার্ড পৌর ছাএলীগের প্রতি কৃতজ্ঞতা জানিচ্ছি আমাদের মতো দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করার জন্য এবং আগামীতে ১১ নং ওয়ার্ড ছাএলীগ আমাদের মতো নিরুপায় অসহায় দরিদ্রের পাশে থাকবে।
Leave a Reply