শারমিন আরা ঝিনাইদহ প্রতিনিধি,পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট , শহীদ হায়দার আলী( হাদু -র) স্মৃতি সংসদ এর মিনি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট , স্থান -ঝিনাইদহ ফজর আলী স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণ,প্রতি বছরের ন্যায় এবার ও গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে ২১ শে জানুয়ারী মঙ্গলবার বিকালে ব্যাপক পরিসরে বর্ণাঢ্য রেলি ও সংক্ষিপ্ত সমাবেশ এবং দোয়ার আয়োজন করা হয়,উক্ত বর্ণাঢ্য রেলিতে অংশগ্রহণ করেন ঝিনাইদহের সম্মানিত সিনিয়র নেতা কর্মী বৃন্দ,এ সময় বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জনাব আখতারুজ্জামান আক্তার ,
তার ভাই হায়দার আলী হাদুর স্মৃতিচারণে তিনি বলেন হায়দার আলী হাদুর মৃত্যুর পর থেকেই তিনি এই সংগঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন,সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা ,তার বক্তব্যে তিনি বলেন নেশার দিকে ঝুকে না পড়ে তরুণ সমাজকে খেলাধুলায় মনোযোগী হতে,এসময় আরো বক্তব্য রাখেন,সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু,
জনাব আহসান হাবীব রনক ঝিনাইদহ জেলা বিএনপি যুবদলের সভাপতি,জনাব মনিরুল ইসলাম যুবদলের সহ সভাপতি সহ অসংখ্য নেতাকর্মী এছাড়া ও ছাত্রদলের সভাপতি সমিনুজ্জামান সমীন তার বক্তব্যে হায়দার আলী হাদুর স্মৃতিচারণ করে বলেন,
বিএনপি ক্ষমতায় আসলে শহীদ হায়দার আলী হাদুর মৃত্যুর বিচার করবেন বলে তারা জানান।
Leave a Reply