শিরোনাম :
আমরাই সাভার – Amrai Savar এর উদ্যোগে, আশ্রমে বিনামূল্যে বোতলজাত পানি বিতরণ প্রেসক্লাব চিলমারী‘র কমিটি গঠন পূণরায় সভাপতি লিটু, সাধারন সম্পাদক ছাবেদ ও সাংগঠনিক সম্পাদক মিজান চিলমারীতে হেফাজতে ইসলামের কমিটি গঠন ধামইরহাটে পাবলিক স্টুডেন্টস এসোসিয়েশন কমিটি গঠন নওগাঁ-২ আসনের সাবেক সংসদ সদস্য গ্রেফতার কোটচাঁদপুরে আগুনে ৩টি দোকান ভস্মীভূত প্রায় ৫/৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই মুরাদনগরে আ’লীগ নেতার বিরুদ্ধে প্রবাসীর জমি দখলের প্রতিবাদে মানববন্ধন মিরপুরের সাবেক ডিসি জসিমকে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে রাজশাহীর গোদাগাড়ীতে ১৩৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ধামইরহাটে জলবায়ু সহনশীল পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় কর্মশালা

২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, গড় পাসের হার- ৮৭ দশমিক ৪৪ শতাংশ।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ৫৯৯ বার পঠিত

মোঃ-মনোয়ার হোসেন, স্টাফ রিপোর্টারঃ- সোমবার (২৮ নভেম্বর ২০২২) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।

বেলা ১১ টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সার সংক্ষেপ হস্তান্তর করেন। এর পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলি হলে আনুষ্ঠানিক ভাবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনা ও বন্যার কারণে দীর্ঘদিন আটকা থাকার পর গত ১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়।

দেশের মোট ২ হাজার ৯৭৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে এবং ৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। ফলাফলে বলা হচ্ছে, দেশের মোট ২৯ হাজার ৬৩৯ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১৯ লক্ষ্য ৯৪ হাজার ১৩৭ জন পরীক্ষার্থী। গত বছর শতভাগ পাস করেছে ৫ হাজার ৪৯৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে ।

এ বছর ৯ টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখেরও বেশি। এ বছর ৩ হাজার ৭৯০ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থীর মধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ড গুলোর অধীনে এসএসসি পরীক্ষার্থী ছিল প্রায় ১৬ লক্ষ্য।

এ বছর পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে ২ লক্ষ ৬৯ হাজার ৬০২ জন। যা গত বছর ১ লক্ষ্য ৮৩ হাজার ৩৪০ জন শিক্ষার্থী জিপিএ -৫ পেয়েছিল। গত বছরের তুলনায় ৬ দশমিক ১৪ শতাংশ কম।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে যশোর বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ১৭ শতাংশ। আর সর্বনিম্ন সিলেট বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৮২ শতাংশ।

মোট পাশের হার- ঢাকা বোর্ড- ৯০.০৩ শতাংশ, যশোর বোর্ড- ৯৫.১৭ শতাংশ, রাজশাহী বোর্ড- ৮৫.৮৮ শতাংশ, সিলেট বোর্ড- ৭৮.৮২ শতাংশ, দিনাজপুর বোর্ড- ৮১.১৬ শতাংশ, কুমিল্লা বোর্ড- ৯১.২৮ শতাংশ, চিটাগাং বোর্ড- ৮৭.৫৩ শতাংশ, বরিশাল বোর্ড- ৮৯.৬১ শতাংশ, ও ময়মনসিংহ বোর্ডে- ৮৯.০২ শতাংশ পাশের হার। এ ছাড়াও মাদ্রাসা বোর্ডে ৮২.২২ শতাংশ ও কারিগরি বোর্ডে ৮৯.৫৫ শতাংশ।

সব মিলিয়ে গড় পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। এসএসসিতে পাসের হার ৮৮ দশমিক ১০ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com