শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে গরিব-অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, মিরপুর মডেল থানা শাখা সাতক্ষীরায় জুলাই গণঅভ্যুত্থান পালনে মাসব্যাপী কর্মসূচি রংপুরে হত্যা মামলায় আইনজীবী আব্দুল হক প্রামাণিক কারাগারে তজুমদ্দিন উপজেলার ৪নং চাঁচড়া ইউনিয়ন বিএনপির (সভাপতি) জাহাঙ্গীর আলমের নির্দেশ যুবদল কর্মী মোশারফ হোসেনের ও তার স্ত্রী আহত। ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে হবিগঞ্জে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ। প্রাইভেট কারের ড্রাইভিং শিখতে গিয়ে দুর্ঘটনায় আহত-৪ গলাচিপা পৌরসভায় পানির হাহাকার, চারটি সাবমারসিবল পাম্পেও কাভার হচ্ছে না চাহিদা কবি আল মাহমুদের সাহিত্য সকল বিশ্ববিদ্যালয়ে পাঠ্য করার দাবি জানিয়েছে বরিশালের লেখক সমাজ ।। পটুয়াখালীর গলাচিপায় বজ্রপাতে কৃষকের দুইটি গরু মৃত্যু ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই-মেঘনা-তেতুলিয়া নদী

৪নং চাঁচড়া ইউনিয়ন (বিএনপি’র) সাধারণ সম্পাদক,এর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারে বিক্ষোব মিছিল।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ২০৬ বার পঠিত
  1. স্টাফ রিপোর্টার মোঃ ইউসুফ চৌধুরী।

(৬)জুন শুক্রবার বিকাল ৫ টার সময় তজুমদ্দিন উপজেলার ৪নং চাঁচড়া ইউনিয়ন (বিএনপি’র)নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক, জনাব, মোঃ ইব্রাহিম হাওলাদার এর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারে ভিক্ষুক মিছিল করেন স্থানীয় সাধারণ জনগণ।

এ সময় ভিক্ষোব কারীরা সাংবাদিকে জানান,গত মঈলবার (৩)জুন,পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১ হাজার ৬৭৪ টি (বি জি এফ) এর চাউল হতদরিদ্রদের মাঝে বিতরণ হওয়ার কথা।কিন্তুক হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করার আগে। সাবেক ইউপি সদস্য মালেকা বেগম ইউনিয়ন পরিষদে তালা লাগিয়ে দেয়।তালা লাগানোর কিছুক্ষণের মধ্যে আসতে লাগলো একের পর এক (বি জিএফ) তালিকাভুক্ত সাধারণ মানুষজন জড়োয়া হয়।

এভাবেই মানুষ ২ থেকে আড়াই ঘন্টা অপেক্ষা করলো চাউলের জন্যে।তার পর সাধারণ মানুষ জনতে চাইছে ইউনিয়ন পরিষদে তালা মারা কেনো।পরিষদ বন্ধ রেখে আমাদেরকে দাড় করিয়ে রাখছেন কেনো।এ বলে মহিলারা হৈই চৈই শুরু করে দেয়।ব্যাপক হৈই চৈই এর মাঝে আসেন সাবেক ইউপি সদস্য মালেকা বেগম।তিনি বলেন আপনারা চুপ থাকেন বিজিএফ এর চাল বিতরণ করার আগে আমাকে ২০০ নাম দিতে হবে। ২০০ নাম না দিলে এ চাল বিতরণ করতে দিব না।

এভাবে কথা কাটাকাটি চলতে থাকে এবং মুখে আপত্তিকর বাসা বলতে থাকে।এক পর্যায়ে ইউপি সদস্য, মালেকা ও সাধারণ মহিলাদের সাথে হাতাহাতি হয়।সাধারণ মহিলাদের সাথে না ফেরে উঠে নিজে নিজে পরনের বোরকা শাড়ি ব্লাউজ ছিড়ে খুলে ফেলে মালেকা।এমন পরিস্থিতিতে চার পাঁচ জন মহিলা তার ইজ্জত রক্ষা করার জন্য ওড়না গায়ে দেওয়ার চেষ্টা করেন।কিন্তু তাদেরকে ওড়না গায়ে না দেওয়ার নিষেধ করেন।জোর করে ওড়না গায়ে দিতে গেলে তিনি তাদেরকে কামড় ও চিমটি দিয়ে দৌড়ানি দেন।ঘটনা ক্রমে স্থানীয়রা জানান ,সাত ও আট জনের অধিক মহিলাকে কামড় দিয়েছেন,সাবেক (ইউপি) সদস্য মালেকা বেগম তিনি নিজে এ ঘটনা ঘটান তাঁর পর নিজে সাংবাদিকে নিজের মিথ্যা তথ্য জানান মিথ্যা সংবাদ প্রচার করেন।

আর এই দিকে মিথ্যা সংবাদের বিপক্ষে,
বিক্ষোব প্রতিবাদ মিছিল করার পর স্থানীয় সাধারণ মানুষ সাংবাদিকে আরো জানান।আমাদের প্রাণ প্রিয় নেতা ও ৪নং চাঁচড়া ইউনিয়ন (বিএনপি`র) নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক পদে বিপুল সংখ্যক মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন।এবং আমাদেন প্রান প্রিয় নেতা,জনাব ইব্রাহীম হাওলাদার আগামী দিনের ৪নং চাঁচড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আমরা বেচে নিয়েছি।কিন্তু মানতে পারলেন না কিছু কুচক্র মহলের লোক।

আরো জানা যায়,জনাব মোঃ ইব্রাহীম হাওলাদার গত ১৬/১৮ বছর ধরে (বিএনপি`র) দুর্দিনে জনগণের সুখ দুঃখে পাশে ছিলেন।এবং সবসময় মানুষের সার্বিক কল্যানে কাজ করতেন।তার এই সুনাম অর্জন টাকে ক্ষুন্য করার জন্য ,কিছু কুচক্র মহলের লোক এই ষড়যন্ত্র চালাচ্ছে।আমরা এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com