অর্থঃ আল্লাহ সর্বশ্রেষ্ঠ! আল্লাহ সর্বশ্রেষ্ঠ! আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহা নাই। এবং আল্লাহ সর্বশ্রেষ্ঠ! আল্লাহ সর্বশ্রেষ্ঠ! আর সকল প্রসংসা একমাত্র আল্লাহরই জন্য।
ইসলামের চারটি মর্যাদাপূর্ণ মাসের মধ্যে অন্যতম একটি মাস হল জিলহজ। জিলহজ মাস হজের মাস, মনের পশুত্বকে কোরবানি করার মাস। জিলহজ্ব মাসের দশ তারিখ পবিত্র ঈদুল আযহা অনুষ্ঠিত হয়, যেইদিন তাকবীরে তাশরীকের ধ্বনিতে সারাবিশ্ব মুখরিত হয়। আসছে ২১ ই জুলাই পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।
জিলহজ্ব মাসের বিভিন্ন আমল রয়েছে: ১/জিলহজ্ব মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখা উত্তম। ২/ইয়াওমুল আরাফার দিন রোজা রাখা অনেক বেশি ফজিলত পূর্ণ। ৩/ নয় তারিখ ফজর নামাজ থেকে তের তারিখ আসর নামাজ পর্যন্ত প্রত্যেক ফরয নামাযের পর তাকবীরে তাশরীক বলা ওয়াজিব ৪/ সামর্থ্যবানদের উপর দশ তারিখ কুরবানী করা ওয়াজিব। (কোন ব্যক্তি যদি দশ তারিখ কোরবানি করতে অপারগ হয় তাহলে এগারো, বারো এবং তেরো তারিখের যেকোনো একদিন কোরবানি করবে)
উট,মহিষ,গরু,ছাগল, ভেড়া এবং দুম্বা দ্বারা কুরবানী করা যায়। উটের ক্ষেত্রে পাঁচ বৎসর গরু এবং মহিষের ক্ষেত্রে দুই বৎসর ছাগল ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে এক পরিপূর্ণ হতে হয়। তবে দুম্বা এবং ভেড়ার বয়স যদি ছয় মাস পূর্ণ হয় কিন্তু তা এক বছরের মত তরতাজা দেখা যায় তাহলে তা দিয়ে কোরবানি করা যাবে। আল্লাহ তায়ালা আমাদেরকে পবিত্র ঈদুল আযহার মাধ্যমে মনের পশুত্বকে কোরবানি করার তৌফিক দান করুন। (আমীন)
জাতীয় দৈনিক মাতৃ জগত
Leave a Reply