শিরোনাম :
আমতলীতে জামায়াতে ইসলামীতে যোগ দিলেন ফরিদ উদ্দিন মাতুব্বর ও গাজী মোঃ সালাম ব্রাহ্মণবাড়িয়া ডিবি কর্তৃক ১০ কেজি গাঁজা ও ০১টি অটোরিক্সা সহ ০৩ জন মাদক কারবারী গ্রেফতার। দাউদকান্দিতে বেগম রহিমারোশন মাদরাসায় অভিভাবক কাউন্সেলিং। সাবেক এমপি মোস্তফা কামাল পাশার উদ্যেগে সন্দ্বীপে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত। বরগুনার আমতলীতে অভিযান চালিয়ে ৬২ বস্তা অবৈধভাবে মজুদ করা সরকারি সার জব্দ করেছে পুলিশ ও কৃষি বিভাগ গলাচিপা নির্বাহী আদালতের পেশকার আবু জাফর এর বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগে আদালত বর্জন ঘোষনা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিএনপির অঙ্গীকার: আনোয়ারুজ্জামান আনোয়ার সংবাদ প্রকাশের পর দূর্গাপুরে ভুয়া আল আকশা ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ গণতন্ত্র বনাম রাজনীতি: সংকটে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া রাজশাহীতে বহিষ্কৃত ডিবি হাসানের সহযোগীদের চার্জশিটে অন্তর্ভুক্তির দাবি

অবশেষ নিখিল কুমার চাকমাকে পার্বত্য উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান করে প্রজ্ঞাপন জারি

আরিফুল ইসলাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৬৬৬ বার পঠিত

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নিখিল কুমার চাকমাকে নিযুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোঃ অলিউর রহমান কর্তৃক স্বাক্ষরিত স্মাকর নাম্বার-০৫.০০.০০০০.১৪৬.০০.০০৭.১৭-৩০০ এর মাধ্যমে জারিকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন,২০১৪ এর ধারা-৬(২) অনুযায়ী জনাব নিখিল কুমার চাকমাকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে সরকারের সচিব পদমর্যাদায় ও আর্থিক সুবিধাসহ যোগদানের তারিখ থেকে পরবর্তী ২(দুই) বছর মেয়াদে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান পদে নিয়োগ করা হলো”।

এই প্রজ্ঞাপনের মাধ্যমে রাঙামাটির বাসিন্দা ও জেলা আওয়ামীলীগের অন্যতম প্রভাবশালী নেতা রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমাকে আগামী দুই বছরের জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে নিযুক্ত করা হলো।

এরআগে চেয়ারম্যান পদটি শূন্য হওয়ায় চলতি বছরের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো সচিব মোছাম্মদ হামিদা বেগম কর্তৃক স্বাক্ষরিত সম্মতি পত্রে গত ১৩ই জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিখিল কুমার চাকমাকে উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে নিযুক্ত করার সদয় সম্মতি জ্ঞাপন করেছিলেন।

কিন্তু পদবী নির্ধারনজনিত জটিলতার কারনে এতোদিন বিষয়টি ঝুলে থাকায় চেয়ারম্যান পদে নিখিল কুমার চাকমাকে নিযুক্তকরণে প্রজ্ঞাপন জারি করতে দেরি হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানাগেছে। এরই মাঝে সোস্যাল মিডিয়ার ম্যাসেঞ্জার গ্রুপসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে নিখিল কুমার চাকমাকে চেয়ারম্যান নাদিয়ে অন্যজনকে চেয়ারম্যান নিযুক্ত করা হচ্ছে বলে গুজব রটিত হতে থাকে।

অভিনন্দন জানিয়ে তোলা তোরণগুলো নামিয়ে ফেলা হয়েছিলো। অবশেষে মঙ্গলবার ৬ই জুলাই তারিখে প্রজ্ঞাপন জারির মাধ্যমে নিখিল কুমার চাকমা-কে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিশ্চিত করা হলো। অবসান হলো সকল জল্পনা-কল্পনার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com