
নিজস্ব প্রতিবেদক
চুয়াডাঙ্গা সদর থানাধীন দক্ষিণ হাসপাতাল পাড়াস্থ জনৈক মোঃ ইমদাদুল হকের স্ত্রী কামরুন্নাহার (৫০) গতকাল ০৭ ডিসেম্বর ২০২৫ তারিখ বেলা ১১:৫০ ঘটিকায় ইমারজেন্সি রোডস্থ চুয়াডাঙ্গা নিউ মার্কেটের সামনে থেকে ফাঁকা ইজিবাইকে উঠার সাথে সাথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ০৪জন নারী ছিনতাইকারী যাত্রীবেশে ইজিবাইকে ওঠে কামরুন্নাহারকে ঘিরে চারিদিকে বসে। চুয়াডাঙ্গা সরকারি কলেজ রোডস্থ স্বপ্ন বাজার মার্কেটের সামনে পৌছামাত্র ছিনতাইকারী সদস্যরা অভিনব কৌশল অবলম্বন করে ইজিবাইকের ভিতরে টাকা পড়ে গিয়েছে মর্মে বারংবার বলতে থাকে এবং আসামীদের সাথে থাকা একটি নবজাতক শিশুকে কাঁদাতে থাকে। একপর্যায়ে আসামীরা নবজাতক শিশুকে কান্নাকাটি করানো ও আসামীদের নিকট হতে টাকা পড়ে যাওয়াকে কেন্দ্র করে অটোরিক্সার মধ্যে হট্টগোল সৃষ্টি করে বাদীর গলা চেপে ধরে তার গলায় থাকায় ৯ (নয়) আনা ওজনে স্বর্ণের চেইনসহ লকেট, যাহার মূল্য অনুমান ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা কৌশলে ছিনাইয়া নেয়।
অভিনব কায়দায় ছিনতাইকারী সদস্যরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরণের কৌশল অবলম্বন করে থাকে। কখনো টার্গেট যাত্রীর গায়ে বমি করে দেয়, কখনো মূল্যবান ধাতব পদার্থের প্রলোভন দেখায়, কখনো ক্রোকারিজ সামগ্রী বিক্রয়ের উদ্দেশ্য বাসা বাড়ীতে যেয়ে বাসা মালিককে বিভিন্ন কাজে ব্যস্ত রেখে ঘরের মূল্যবান জিনিসপত্র বা টাকা ছিনাইয়া নেয়।
আপনার করণীয়—
ইজিবাইক/অটোরিকশায় অপরিচিত নারীদের অতিরিক্ত ভিড় দেখলে সতর্ক থাকুন
গলার চেইন, মানিব্যাগ দৃশ্যমান রাখবেন না
অস্বাভাবিক কিছু মনে হলে দ্রুত চালককে থামাতে বলুন
সন্দেহজনক কাউকে দেখলে ৯৯৯ নম্বরে কল করুন
বয়স্ক নারী ও শিশুদের বিশেষভাবে সতর্ক করুন
গ্রেফতারকৃত আসামীর নাম ঠিকানাঃ
১। মোছাঃ আসমা খাতুন (৪০), স্বামী-মোছাঃ এলাল মিয়া, ২। মোছাঃ নাজমা খাতুন (২৪), স্বামী-মোঃ ইকবাল হোসেন, ৩। মোছাঃ ফাহিমা খাতুন (১৯), স্বামী-মোঃ মিজানুর রহমান, ৪। রোজিনা বেগম (২২), স্বামী-মোঃ সোহেল মিয়া, সর্ব সাং-ডরমন্ডল, থানা-নাসিরনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
উদ্ধারকৃত আলামতঃ
৯ (নয়) আনা ওজনে স্বর্ণের চেইনসহ লকেট, যাহার মূল্য অনুমান ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা।
Leave a Reply