নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ থেকে অস্ত্র সহ এক জলদস্যুকো আটক করে কোস্ট গার্ড।
গত বুধবার সন্ধ্যা ৭ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশনের একটি টিম কোস্ট গার্ড কমান্ডার লেফটেন্যান্ট এ এস এম লুৎফর রহমান (এক্স)বিএন এর নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব কান্তি রুদ্র কে সাথে নিয়ে নিঝুম দ্বীপ এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে অদ্য রাত আনুমানিক ১টা ৫ মিনিটে নিঝুম দ্বীপ এলাকার ডুবাইর খালের সাথে মদিনা গ্রামের জলদস্যু মোঃ ইলিয়াস (৩৮)কে তার পিতা মৃত সিরাজ উদ্দিন এর বাড়ী থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর উপস্থিতে তল্লাশি চালিয়ে একনলা দেশি শটগান,তিন রাউন্ড তাজা গোলা,তিনটি অবৈধ পাইরোটেকনিক,দুটি রামদা সহ জলদস্যু মোঃ ইলিয়াস (৩৮) কে আটক করে কোস্ট গার্ড।
এছাড়া হাতিয়া দক্ষিণ জোন কোস্ট গার্ড কমান্ডার লেফটেন্যান্ট এ এস এম লুৎফর রহমান (এক্স) বিএন বলেন,এরূপ বিশেষ অভিযানের পাশাপাশি বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকা সমূহকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ,জননিরাপত্তা, জলদস্যুতা,ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতে থাকবে। এছাড়া আসামিকে ডাকাত মামলা,ও অস্ত্র মামলার জন্য হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply