জাহাঙ্গীর আলম
ক্রাইম রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ১৩ নভেম্বর ২০২৫ খ্রি. রাত ১৭.৫০ ঘটিকায় আখাউড়া থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার খড়মপুর বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ব্যবসায় জড়িত একজন সক্রিয় মাদক কারবারীকে আটক করা হয়। তার হেফাজত তল্লাশি করে ৩৫ (পঁয়ত্রিশ) বোতল স্কফ সিরাপ উদ্ধার করা হয়।
অভিযানের বিবরণ
পুলিশ জানায়, নির্ভরযোগ্য সূত্রে খবর পাওয়া যায় যে, খড়মপুর বাইপাস এলাকায় মাদক লেনদেন চলছে। খবর প্রাপ্তির পরপরই আখাউড়া থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় পুলিশের একটি টিম দ্রুত সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন সন্দেহজনক আচরণের কারণে একজনকে আটক করা হয়।
পরবর্তীতে তার দেহ ও সাথে থাকা ব্যাগ তল্লাশি করে উল্লেখযোগ্য পরিমাণ স্কফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বোতলগুলো ঘটনাস্থলে উপস্থিত স্বাক্ষীদের সামনে প্রাথমিক জব্দ তালিকা মূলে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীর পরিচয়
১। মোঃ সুমন মিয়া (৪০)
পিতা: মৃত সিরাজ মিয়া
সাং: হীরাপুর
থানা: আখাউড়া
জেলা: ব্রাহ্মণবাড়িয়া
গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন স্থানে স্কফ ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্য সরবরাহ করতেন বলে ধারণা করছে পুলিশ। তার বিরুদ্ধে পূর্বেও মাদক সংশ্লিষ্ট অভিযোগ ছিল বলে জানা যায়।
পুলিশের বক্তব্য
আখাউড়া থানা সূত্রে জানানো হয় —
“মাদক নির্মূলে আখাউড়া থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সামাজিক শান্তি-শৃঙ্খলা রক্ষায় যেকোনো সময়, যেকোনো স্থানে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত কোনো ব্যক্তিকেই ছাড় দেওয়া হবে না।”
তারা আরও জানান, উদ্ধারকৃত স্কফ সিরাপের বাজারমূল্য উল্লেখযোগ্য এবং এগুলো মূলত যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
স্থানীয়দের প্রতিক্রিয়া
এলাকাবাসী পুলিশের এ সফল অভিযানের প্রশংসা করে বলেন—
“মাদকমুক্ত আখাউড়া গড়তে পুলিশের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এ ধরনের অভিযান আরও বৃদ্ধি করা প্রয়োজন।”
আইনি ব্যবস্থা
ঘটনার পর আখাউড়া থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।