ফয়জুল্লাহ স্বাধীন,স্টাফ রিপোর্টার:
দীর্ঘ ১৬ বছর ধরে এদেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। এবার জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপিকে ক্ষমতায় আনবে এবং বিএনপিই সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন দারুস সালাম থানা বিএনপির আহবায়ক এস এ সিদ্দিক সাজু।
শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) ঢাকা-১৪ আসনের অন্তর্গত কাউন্দিয়া ইউনিয়নের শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
ধানের শীষে ভোট চেয়ে তিনি বলেন,
"বিএনপি সব সময় জনগণের দুঃখ-দুর্দশার কথা বলেছে এবং মানুষের জন্য কাজ করেছে। তাই কাউন্দিয়া ইউনিয়নবাসী ধানের শীষে ভোট ছাড়া অন্য কোথাও ভোট দেবেন না বলে আমি বিশ্বাস করি।"
তিনি আরও বলেন,
"বিগত বছরগুলোতে কাউন্দিয়ায় কোন উন্নয়ন হয়নি। এখনো রাজধানীর সাথে যুক্ত হতে নৌকা পারাপারের উপর নির্ভর করতে হয়। বিএনপি সরকার গঠন করলে এখানে সেতু নির্মাণ করে কাউন্দিয়াকে সরাসরি রাজধানীর সাথে যুক্ত করা হবে। পাশাপাশি একটি কলেজ এবং মা ও শিশু হাসপাতাল স্থাপন করা হবে।"
জনসভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা বিভাগের সাবেক সহ-সভাপতি ও টিম প্রধান জাকির হোসেন নান্নু,ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সাইদুল ইসলাম সাইদুল,এস এ সিদ্দিক সাজুর সহধর্মিণী সৈয়দা সাবরিনা সিদ্দিক তানিয়া, সাবেক এমপি এস এ খালেকের বড় নাতি ও এস এ সিদ্দিক সাজুর বড় ছেলে ব্যারিস্টার এরফান সিদ্দিক, কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মিনহাজ উদ্দিন বাদল ও সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক মোতালেব হোসেন বাবলু সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।