আজমিরীগঞ্জে দুই কেজি গাঁজা সহ খোকন মিয়া (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
০৫ আগস্ট/ ২০২১ খ্রিঃ রোজ- বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ০৬ঃ ৩০ মিনিটে উপজেলার বদলপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের হিলালপুর সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয় । আটককৃত খোকন মিয়া উপজেলার জলসুখা ইউনিয়নের মীর আলীবাগ এলাকার খেলন মিয়ার পুত্র।
জানাযায়,
আজমিরীগঞ্জে করুনা মহামারির সময়ে সাধারণ মানুষ যেখানে হিমসীম খাচ্ছে অন্য দিকে তারা বিভিন্ন স্থানে আবারও বেশ ক’টি সঙ্ঘবদ্ধ মাদক পাচারকারী চক্র সক্রিয় হয়ে উঠেছে। আজমিরীগঞ্জ সহ পার্শ্ববর্তী কিশোরগঞ্জের ইটনা ও সুনামগঞ্জের শাল্লা থেকে বিভিন্ন পন্থায় আজমিরীগঞ্জ সদরে মাদক নিয়ে আসা হয়। সুত্র জানায়, বর্তমানে মাদক পাচারকারীদের একটি চিহ্নিত চক্র বিভিন্ন স্থান থেকে, গাঁজা, চোলাই মদ ও নিষিদ্ধ মরণনেশা ইয়াবা বানিয়াচং – আজমিরীগঞ্জ রাস্তা হয়ে আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের বিরাট উজানপাড়া হয়ে নদী পথে ( কুশিয়ারার শাখা নদী ধান গাং) বদলপুর ইউনিয়নের পিরোজপুর ফেরিঘাট, বদলপুর ও পাহাড়পুরে পাচার সহ বিভিন্ন মাদকসেবীদের নিকট বিক্রি করে আসছে।
এরই ধারাবাহিকতায়, আজ বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ০৬ঃ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক লিটন ঘোষ ও সহকারী উপ পরিদর্শক মোঃ মনির হোসেন তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বদলপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের হিলালপুর সংলগ্ন এলাকা থেকে ২ কেজি গাঁজা সহ খোকন মিয়াকে আটক করে।
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবু হানিফ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আজমিরীগঞ্জ থানায় একটি মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।
Leave a Reply