আজমিরীগঞ্জে ১৫ই আগষ্ট/২০২১ খ্রিঃ রোজ রবিবার
বাঙ্গালীর জীবনে এক শোক বিধুর দিন। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর শাহাদাত বার্ষিকী। এই শোকাবহ দিনে প্রয়াত রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সকাল ১১ টায় বিনম্র শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
একই সাথে ১৯৭৫-এর ১৫ আগষ্ট কালরাতে শহীদ সকল সদস্যের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা পরিষদ ও জেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য নাজমুল হাসান, উপজেলা আওয়ালীগের সম্মানিত সভাপতি মিছবাহ উদ্দিন ভূঁইয়া প্রমূখ।
বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘাতক খুনিদের কমিশন গঠনের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার দাবি জানান। এ ছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় সংগ্রামী জীবনের প্রতিটি ক্ষেত্রে দেশপ্রেম, প্রজ্ঞা, ত্যাগ, কঠোর মনোবল ও সাহসিকতাকে সবার কাছে গ্রহনযোগ্য করেছে। সবাই তাঁকে পরম বিশ্বাস ও আস্থার সঙ্গে অন্তরে স্থান দিয়েছে। তিনি ছিলেন সর্বস্তরের গনমানুষের অন্তরের নেতা ও সেই অবস্থান থেকেই তিনি হয়েছেন চিরস্মরণীয়, বরণীয়, চিরঞ্জীব এবং চিরভাস্বর।
শোকাবহ এই দিনে আমাদের অঙ্গীকার, ক্ষুধামুক্ত, দারিদ্র মুক্ত, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত একটি কল্যাণময় রাষ্ট্র বিনির্মাণের মাধ্যমে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবনের লালিত স্বপ্ন পূরণ করবো।