হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় ২৬ জুলাই/২১ খ্রিঃ রোজ- সোমবার করোনা ভাইরাসের সংক্রমণ টেকাতে সরকার নির্দেশিত কঠোর লকডাউন বাস্তবায়নে আজমিরীগঞ্জ উপজেলায় প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ বাহিনী ও আনসার বাহিনীর সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খান কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জনসচেতনতার পাশাপাশি নির্দেশনা অমান্য করে প্রতিষ্ঠান খোলা রাখা ও লাইসেন্স বিহীন মোটর সাইকেল চালনায় মোট ০৩ জনকে ০২ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
মতিউর রহমান খাঁন বলেন, লকডাউন কার্যকর ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সবাইকে সচেতন থাকার আহবান জানান।
Leave a Reply