সারা দেশের ন্যায় হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার ০১ নং আজমিরীগঞ্জ সদর ইউনিয়নে ৭ আগস্ট/২০২১ খ্রিঃ রোজ-শনিবার সকাল ৯ টা থেকে ২৫ বছরের ঊর্ধ্বে মোট ছয় শত নারী-পুরুষকে বিনা মূল্যে টিকা প্রদান করা হয়। টিকা দান কর্মসূচি চলে বিকাল ০৫ টা পর্যন্ত। ০১ নং আজমিরীগঞ্জ ইউনিয়ন পরিষদে কোভিড-১৯ গণটিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
গণটিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন আজমিরীগঞ্জ উপজেলার সাবেক যুবলীগের সভাপতি, আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান জনাব, মোঃ আব্দুল কদ্দুস মিয়া,
এ সময় আরো উপস্থিত ছিলেন,
ইউ/পি সচিব, প্রনতিশ দাস,
এ ছাড়াও উপস্থিত ছিলেন
ইউ/পির সদস্য/সদস্যাবৃন্দ।
০১ আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদে সরজমিনে গিয়ে দেখা যায়, উৎসাহ উদ্দীপনা আনন্দ ও উৎসব মুখর পরিবেশে চলছে টিকা দান কর্মসূচি।
টিকা নিতে আসা লোকদের কাছে এ বিষয়ে জানতে চাইলে, তারা জানান, মাননীয় প্রধানমন্ত্রী টিকা দান কর্মসূচির ইউনিয়ন পর্যায়ে টিকা নিতে পেরে খুবই আনন্দিত ও খুশি। ঝামেলা বিহীন শুধু আইডি কার্ড সঙ্গে আনলেই ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ফ্রি নিবন্ধন করে দেওয়ায় টিকা গ্রহণ করতে খুবই সহজ হয়েছে।
টিকা গ্রহণকারী বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসার পরে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে। সরকারের সকল নির্দেশনা মেনে সামাজিক দুরুত্ব বজায় রেখে চলাচল করব। তাই আজমিরীগঞ্জ এলাকার সকল মানুষকে দ্রুত করোনা ভ্যাকসিন দান কর্মসূচির আওতায় এনে কোভিড-১৯ টিকা দেয়া হবে।