স্টাফ রিপোর্টার,মোঃ ইউসুফ চৌধুরী:আজ দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।মঈলবার(১৩) মে ভোর পাঁচটা থেকে দুপুর ১ টা পর্যন্ত,দেশের নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসের এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবীদ মোঃ শাহীনুল ইসলাম সিগনেচার করা বিজ্ঞপ্তিতে বলা হয়।পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে, রংপুর, দিনাজপুর,ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে উপর দিয়ে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলো ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। (১২) মে সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার ভিতরে, সিলেট ও ময়মনসিংহের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী, ঢাকা খুলনা বরিশাল, ও চট্টগ্রামের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বজ্রপাত হতে পারে।একই সাথে বিদ্যুৎ চমকানো ও শিলা বৃষ্টি হতে পারে।এছাড়াও বলা হয়েছে দেশের তাপমাত্রা কিছুটা অপরিবর্তিত হতে পারে।