সবুজ সাহাঃ ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে রামগতি উপজেলা নানা প্রান্ত থেকে সনাতন ধর্মাবলম্বীরা এসে ভিড় করেন আলেকজান্ডার চর ডাক্তার শ্রী শ্রী মহাদেব সেবাশ্রমে।
আনুষ্ঠানিকভাবে মেলার আয়োজন না থাকলেও লোক সমাগম ঘিরে গ্রামীণ মেলা বসেছে সেখানে।
তবে আয়োজকরাও বলছেন, এবারের জন সমাগম অন্য বছরের চেয়ে কম।তবে শুক্রবার ভোর ৫.০০পর থেকে শিব চতুর্দশী তিথি উপলক্ষে শিব পূজা ও শিব লিঙ্গে অর্ঘ্য দেন, যা চলবে দুপুর ২ পর্যন্ত ।সকাল থেকে আশপাশের এলাকায় সকালে পুণ্যার্থীদের আনাগোনা কম ছিল। কিন্তু শিব চর্তুদশী তিথি শুরু শুক্রবার দুপুর থেকে পুনার্থীদের ভিড় বাড়তে থাকে। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বয়সী মানুষ সমবেত হন।
পুণ্যার্থী জানান প্রতিবছর ন্যায় আমরা এবার চর ডাক্তার ২নং ওয়ার্ড শ্রী শ্রী মহাদেব সেবাশ্রমে অর্ঘ্য দিতে আসি। আমাদের চন্দ্রনাথ মন্দিরের যাওয়ার ভাগ্যে নেই হাজার হাজার পুণ্যার্থী মাঝে সিঁড়ি বেয়ে ওপরে উঠা।
অজিৎ কুমার পাল সভাপতি, বাবুল চন্দ্র দাস সম্পাদক জানান , স্বেচ্ছাসেবক, স্থানীয় প্রশাসন, পুলিশসহ সব কাজে আমাদের সহযোগিতা করছেন।
“আমরা শিব চতুর্দশী উপলক্ষে ১৬প্রহর মহো নামযজ্ঞ আয়োজন করেছি শুক্রবার ও শনিবার দিবাগত রাত্রি উৎসব চলবে, এবং দুপুরে প্রসাদ দেওয়া হবে। ”
সংবাদ কর্মী সদেশ দাস জানান
প্রতিবছর শিব চতুর্দশী মেলা উপলক্ষ্যে শিবরাত্রি ব্রত পালন ও শিব লিঙ্গে অর্ঘ্য নিবেদন পুণ্যার্থীরা বিভিন্ন জায়গা ছুটে, মন্দিরের অভাবে অর্ঘ্য দিতে পারেন না ।বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় মেলাগুলোর মধ্যে একটি সীতাকুণ্ডের শিব মেলা যাহারা সেখানে যেতে পারেন না তাদের দিক চিন্তা করে আমরা প্রতিবছর এই তিথি আয়োজন করে থাকি। এবং আপনাদের সকলের সহযোগীতায় এগিয়ে যাবো।
Leave a Reply