এস এম জসিম বিশেষ প্রতিনিধি
জেলা ও মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রামের যৌথ উদ্যোগে জনাব শিফাত বিনতে আরা, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট 'র নেতৃত্বে প্যারামাউন্ট ফুড প্রোডাক্টস লিঃ, চৌধুরীনগর, চট্টগ্রামে মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালিত হয়।
এসময় প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও সংরক্ষণ; যথাযথ নিবন্ধন ব্যতিরেকে খাদ্যপণ্য উৎপাদন; অননুমোদিত ফ্লেভার ব্যবহার করে খাদ্যপণ্য উৎপাদনসহ নানাবিধ অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় প্রতিষ্ঠানের মালিকপক্ষকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারানুযায়ী দেড় লক্ষ টাকা (১,৫০,০০০/-) জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।
উক্ত কার্যক্রমে জনাব মোহাম্মদ ফারহান ইসলাম, নিরাপদ খাদ্য অফিসার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা ও মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রাম; সহায়ক কর্মচারীবৃন্দ; জনাব ইয়াছিনুল হক চৌধুরী, স্যানিটারী ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক, চট্টগ্রাম সিটি করপোরেশন এবং সিএমপি, চট্টগ্রাম এর একটি চৌকস টিম সংশ্লিষ্ট বিষয়গুলোতে সার্বিক সমন্বয় করেন। জনস্বার্থে এজাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে।