এস এম জসিম বিশেষ প্রতিনিধি
সফরকালে তিনি সেবামূলক কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন ও সামাজিক সহায়তা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
দিনব্যাপী সফরে তিনি হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, হাটহাজারী উপজেলা ভূমি অফিস, সদর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক বিভিন্ন অফিসে সেবাপ্রার্থীদের সাথে কথা বলেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত সমস্যা সমাধানের নির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা হাটহাজারী উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন। মতবিনিময় সভায় তিনি সেবাগ্রহীতার সাথে সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণ এবং সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও উপজেলা প্রশাসনের আয়োজনে হাটহাজারী পার্বতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসক মহোদয় ৪৮০ জন নারী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা স্বাস্থ্য উপকরণ এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। পরবর্তীতে উত্তর মেখল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং ছাত্রছাত্রীদের মাঝে বিভিন্ন ক্রীড়াসামগ্রী বিতরণ করেন।
দিনব্যাপী সফরে জেলা প্রশাসক মহোদয় হালদা নদীতে ৩০ কেজি কার্প জাতীয় মাছ অবমুক্ত করেন। এছাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৭২০ জন কৃষকের মাঝে সার, বীজসহ কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন করেন। একই সাথে ৫ জন শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন৷ এ সময় হুইলচেয়ারপ্রাপ্ত ব্যাক্তিরা জেলা প্রশাসক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলা প্রশাসক শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। এছাড়াও বেকার যুবকদের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ড্রাইভিং প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন৷
দিনব্যাপী সফরে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, উপজেলা নির্বাহী অফিসার, হাটহাজারী, জনাব শাহেদ আরমান, সহকারী কমিশনার (ভূমি), হাটহাজারী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা।